About
আমার কিছু কথা

আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রাণের বাংলাদেশকে প্রাণিসম্পদ খাতের উপর নির্ভরতা বাড়ানোর কোন বিকল্প নেই ।

আমরা যদি আমাদের সন্তানদের যথেষ্ট পরিমানে আমিষ যেমন দুধ, ডিম, মাংস সরবারহ না করতে পারি তবে তাঁরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না ।

এতদিন এ দেশে প্রাণিসম্পদ খাতের আধুনিক কোন প্লাটফর্ম আমার চোখে পড়েনি।আমি এই শূন্যতা দূর করতে খামারিদের কাছে প্রাণিসম্পদ খাতকে আরো সহজ করতে Smart Livestock BD ইউটিউব, ফেইসবুক ওয়েবসাইট খুলেছি, সেখান থেকে খামারী সহ এ সেক্টরের সবাই উপকার পাবে বলেই আমার বিশ্বাস।

 

ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ছামী
ভেটেরিনারি , সার্জন, তিতাস, কুমিল্লা।
বিসিএস-৪০ (লাইভস্টক)
জাতীয় মেধাক্রম-১ম

 

যোগাযোগ

ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ছামী
ভেটেরিনারি , সার্জন, তিতাস, কুমিল্লা।                                                  ০১৩১২৯০০৫৫৫                                                          deluarsamibau11@gmail.com