প্রাণিসম্পদ অধিদপ্তরের রূপকল্প ও অভিলক্ষ্য

রূপকল্প (Vision)

সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ।

অভিলক্ষ্য (Mission)

প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রানিজ আমিষের চাহিদা পূরণ।

উদ্দেশ্যসমূহ:

১. গবাদি পশু-পাখির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি;

২. গবাদি পশু-পাখির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ;

৩. মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;

৪. নিরাপদ প্রাণিজাত পণ্য (দুধ, মাংস ও ডিম) উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা;

৫. গবাদি পশু-পাখির জেনেটিক রিসোর্স সংরক্ষণ ও উন্নয়ন।

কার্যাবলি (Functions)

১. দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি করা;

২. গবাদি পশু-পাখির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ;

৩. গবাদি পশু-পাখির কৃত্রিম প্রজনন সম্প্রসারণ;

৪. গবাদি পশু-পাখির পুষ্টি উন্নয়ন;

৫. গবাদি পশু-পাখির জাত উন্নয়ন;

৬. প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন;

৭. গবাদি পশু-পাখির খামার ব্যবস্থাপনার উন্নয়ন;

৮. গবাদি পশু-পাখির কৌলিকমান সংরক্ষণ ও উন্নয়ন- প্রাণিসম্পদ সম্পর্কিত গবেষণা ও উন্নয়ন;

৯. প্রাণিসম্পদ সংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন, হালনাগাদকরণ এবং বাস্তবায়ন;

১০. প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন।

smartlivestockbd.com
smartlivestockbd.com
Articles: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *