গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় সঠিক সময়ে ভ্যাক্সিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করেছি কখন কোন ভ্যাক্সিন দিতে হবে এবং কীভাবে তা সঠিকভাবে প্রয়োগ করবেন। বিশেষ করে গরুর লাম্পি স্কিন ডিজিজ, গোট পক্স, গলাফোলা, বাদলা, তড়কা, এবং ক্ষুরা রোগের ভ্যাক্সিন সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। আপনি যদি গবাদিপশুর ভ্যাক্সিন সম্পর্কে জানতে চান, তাহলে নিচের ভিডিওটি আপনার কাজকে আরো সহজ করবে ।
আরেকটি কথা Smart Livestck BD নামে ইউটিউব ও ফেইসবুকে আমার চ্যানেল রয়েছে সেখানে আপনি পশু-পাখি ও পোষা প্রাণী রিলেটেড অনেক ভিডিও আছে আপনি দেখতে পারেন ।
চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জানতে শুরু করি ।প্রথমেই আসি লাম্পি স্কিন ডিজিজ এ-
ভিডিওটি দেখুন
লাম্পি স্কিন ডিজিজ
ভ্যাক্সিন করার সময়ঃ মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা না থাকলে প্রথম ডোজ বাছুর জন্মের প্রথম দিন থেকে । মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা থাকলে ৩ মাস বয়স থেকে ।
প্রয়োগ মাত্রাঃ কম্পানি অনুযায়ী তবে সাধারণত ১-২ এম এল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার ।
বুস্টার ডোজঃ ২১ দিনে বুস্টার ডোজ করতে হবে ।
ক্ষুরা রোগ বা এফএমডি
ভ্যাক্সিন করার সময়ঃ মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা না থাকলে প্রথম ডোজ ২ মাস থেকে । মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা থাকলে ৩ মাস বয়স থেকে ।
বোতল সাইজঃ ১০০ এম এল ১৬ ডোজ বা মাত্রা ।
প্রয়োগ মাত্রাঃ ৬ এমএল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার । ৫-৬ মাস পরে পুনরায় করতে হবে ।
বুস্টার ডোজঃ ১৫ দিনে বুস্টার ডোজ করতে হবে ।
বাংলাদেশে সবচেয়ে বেশি O, A, C, ASIA-1 Strein দিয়ে ।
তড়কা বা এনথাক্স
ভ্যাক্সিন করার সময়ঃ প্রথম ডোজ ৪ মাস থেকে ।
বোতল সাইজঃ ১০০ এম এল ১০০ ডোজ বা মাত্রা ।
প্রয়োগ মাত্রাঃ ১ এমএল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার ।
বাদলা বা বিকিউ
ভ্যাক্সিন করার সময়ঃ প্রথম ডোজ ৩ মাস থেকে ।
বোতল সাইজঃ ১০০ এম এল ২০ ডোজ বা মাত্রা ।
প্রয়োগ মাত্রাঃ ৫ এমএল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার । ৬ মাস পরে আবার দিতে হবে ।
সাধারণত ৬ মাস থেকে ২.৫ বছর এই রোগ হয় তাই আড়াই বছরের পর এই ভ্যাক্সিন দেবার দরকার নাই ।
গলাফোলা বা HS
ভ্যাক্সিন করার সময়ঃ প্রথম ডোজ ৩-৪ মাস থেকে ।
বোতল সাইজঃ ১০০ এম এল ৫০ ডোজ বা মাত্রা ।
প্রয়োগ মাত্রাঃ ২ এমএল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার ।
গোট পক্স বা Goat Pox
ভ্যাক্সিন করার সময়ঃ মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা না থাকলে প্রথম ডোজ প্রথম দিন থেকে । মায়ের গর্ভাবস্থায় ভ্যাক্সিন করা থাকলে ৩ মাস বয়স থেকে
বোতল সাইজঃ ১০০ এম এল ৫০ ডোজ বা মাত্রা ।তবে ২৫ ডোজ করলে ভালো।
প্রয়োগ মাত্রাঃ ২-৪ এমএল করে মাংসে বা চামড়ার নীচে বছরে একবার ।
বিশেষ কথাঃ
গর্ভাবস্থার শেষ আড়াই মাসে মা গাভীকে FMD /LSD Vaccine করে রাখলে বাছুরের জন্য খুবি উপকারী ।
Anthrax /BQ গর্ভাবস্থায় করা হয়না ।
আমার প্রস্তাবিত একটি ভ্যাক্সিনেশন শিডিউল দিলামঃ
১ম দিন- লাম্পি বা গোটপক্স
৩য় মাস- ক্ষুরা রোগ
৩মাস ১৫ দিন-বাদলা
৪র্থ মাস- তড়কা
৪মাস ১৫ দিন-গলাফোলা